ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি সোমবার ঢাকায় তার বাংলাদেশের প্রতিমন্ত্রী মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। প্রতিবেশী দেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কিত সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারসহ বাংলাদেশে অস্থিরতার পটভূমিতে বিদেশ সচিবের এই সফর হয়।