চিন্ময় কৃষ্ণদাসের জামিন মামলার শুনানিই হল না আজ। কারণ চট্টগ্রাম আদালতে আজ কোনও আইনজীবীই আসেননি। সেই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জামিনের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাস বাংলাদেশ সরকারের কাছে আইনজীবীদের কাছে নিরাপত্তা দাবি করেছেন।