তিনিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাই তাঁর বেতন বন্ধ করলে খুবই অসুবিধার মধ্যে পড়বে গোটা পরিবার। সোমবার ,17 জুলাই হাইকোর্টে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গাঙ্গুলির কাছে এই অনুরোধ করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এক মামলার ভিত্তিতে গত 7 জুন এক টেট প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই ইন্টারভিউ এখনও পর্যন্ত নেওয়া হয়নি। আদালতের নির্দেশ না মানায় পর্ষদকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু পর্ষদ দাবি করেছিল, ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। তাই ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। এদিকে বিচারপতি সোমবার জানতে পারেন সেদিনই সবে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। এরপরই তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সোমবারই এই মামলায় পর্ষদ সভাপতিকে হাজিরা দিতে বলা হয়েছিল।