মাধ্যমিকে কম নম্বর পেয়ে নিজের বোনকেই অপহরণের ছক কষেছিল এক ছাত্রী। বাবার মোবাইলে মেসেজ পাঠিয়ে বোনের মুক্তিপণ বাবদ এক কোটি টাকা দাবিও করে সে। পরে অবশ্য তার কোনও উদ্দেশ্যই সফল হয়নি। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই বোনকেই উদ্ধার করে পুলিশ। নদিয়া থেকে উদ্ধার হয় দুজনে। তবে নিজের বোনকে অপহরণের ছক কষে এভাবে টাকা আদায়ের চেষ্টা অবাক করেছে তদন্তকারীদেরও। শুক্রবার, ১৯ মে প্রকাশিত হয় এবছরের মাধ্যমিকের ফল। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী ফল জানতে একটি সাইবার ক্যাফেতে যায়।