'পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন তা ফের প্রমাণিত হল। কোথাও শান্তিপূর্ণ ভোট হয়নি। সব জায়গায় অরাজকতা চলছে।' কলকাতা পুরভোট নিয়ে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, 'উত্তর কোরিয়ার শাসক কিমের থেকেও খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কোনও লাজলজ্জা নেই। কোথাও ভোট শান্তিপূর্ণভাবে হয়নি। আর সব জায়গায় সন্ত্রাস চলছে। কমিশন ও পুলিশ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ৫ বারের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। তাঁর গায়ে, পোশাকে হাত দেওয়া হয়েছে। এটা আমাদের লজ্জার।' ভোটে হিংসার প্রতিবাদে রাজ্যের নির্বাচন কমিশন দফতরে যাবেন বলেও জানান শুভেন্দু।