কলকাতায় পার্কিং নিয়ে বড় নির্দেশিকা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে কলকাতার কোনও রাস্তাতেই আর গাড়ি পার্ক করা যাবে না। এমনকী, পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা রাস্তাতেও নয়। যাদের গ্যারাজ নেই, রাস্তার নির্দিষ্ট গ্যারাজে ভাড়া দিয়ে নাইট পার্কিংয়ের পরামর্শ দিয়েছেন মহানাগরিক।