কলকাতা মেট্রোর জন্য ভবিষ্যত রেকের ডিজাইন দেখলে আপনিও চমকে উঠবেন। দেখলে মনে হবে কল্প বিজ্ঞান। মানে একেবারে কল্পবিজ্ঞানের মতোই দেখতে লাগছে এই নতুন রেক। রেল মন্ত্রক 85টি নতুন রেকের জন্য 6000 কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছে। এই নতুন রেক দেখলে আপনি কোন বিদেশের সঙ্গে গুলিয়ে ফেলতেও পারে। মেট্রো রেলওয়ে, কলকাতা হল দেশের প্রাচীনতম মেট্রো। ‘সিটি অফ জয়’-কে বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত করে এই মেট্রো। জমজ শহর কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করতে খুব শীঘ্রই হুগলি নদীর তলদেশে চলবে কলকাতা মেট্রো।