কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিরোধীরা যে তার সমালোচনা করে, তা থেকে তিনি শেখেন। তাঁর কথায়,'আমি খুব ক্ষুদ্র মানুষ। কুৎসার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে কোথাও কোথাও কারও কারও পছন্দ না-ও হতে পারে। হতেই পারে। আমি তো সমালোচনার ঊর্ধ্বে নই। কোথাও কোথাও সমালোচনা শুনলে খুশি হই। কারণ সমালোচনা থেকে শিখতে পারি। তার থেকে বড় জিনিস আর কী হতে পারে? যে তোমায় খারাপ বলে বলুক, তুমি বোলো না। এটাই আমাদের শিক্ষা।'