সকাল বেলা অঘটন। ঝড় বৃষ্টি ছাড়াই হরিশ মুখার্জি রোডে ভেঙে পড়ল গাছ। রাস্তার উপরেই বিশাল বড়ো গাছের অংশ পড়ে যায় দাঁড়িয়ে থাকা ট্যাক্সির পিছনের অংশে। ট্যাক্সিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় ট্যাক্সির চালক গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে কলকাতা পুরসভার আধিকারিকরা। গ্যাস কাটার দিয়ে গাছের অংশ কাটা হচ্ছে। চলছে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। এই ঘটনায় একজন সাইকেল আরোহী আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।