সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। রাজ্যের দিকে দিকে চলছে বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাস্প স্থলভাগে ঢোকায় বাংলার বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই বৃষ্টির দাপট শনিবার পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এমনিতেই ভারী বৃষ্টি চলছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। মৌসুমী অক্ষরেখার পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের আসার কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে।