৯ অগাস্টের পর থেকে ৩০টি রুটের মধ্যে মাত্র একটি মাত্র রুটই সক্রিয় রয়েছে কলকাতার ট্রাম পরিষেবা। অনেকেই হয়তো জানেন না, পরিবেশ বান্ধব ট্রামের টপ স্পিড ৬০ কিলোমিটার। অথচ, যান-জটে বাধ্য হয়ই ধীরে চলতে হয় ট্রামকে। এই ভাবে কোণঠাসা হতে হতে এখন লুপ্তপ্রায় কলকাতার ট্রাম। কেন এমন পরিস্থিতি তৈরি হল, কে বা কারা দায়ী এর জন্য?