নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগিয়ে যাচ্ছে কুন্তল ঘোষ ততই ফাঁপরে পড়ছেন। এবার একটি ভুয়ো ওয়েবসাইটের কথা নাকি সিবিআই তাঁদের চার্জশিটে জানিয়েছে। সেই ওয়েবসাইট খতিয়ে দেখেই নাকি সিবিআই জানতে পেরেছে এই ওয়েবসাইটকে অস্ত্র বানিয়েই বহু চাকরিপ্রার্থীকে বোকা বানিয়েছেন কুন্তল এবং তার সহযোগীরা। সিবিআই তাঁর চার্জশিটে উল্লেখ রয়েছে যে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া থেকে শুরু করে তালিকায় প্রার্থীদের নাম তোলা-সহ যাবতীয় কাজ নিখুঁত ভাবে করতেন কুন্তল ও সঙ্গীরা। তবে এই ঘটনায় আর কে কে জড়িত, কার মাথায় এই ওয়েবসাইট তৈরির চিন্তা ভাবনা এলো।