সিবিআই তল্লাশির পরে এবার মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিদেশি মুদ্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের (FEMA) মামলায় তাঁকে বৃহস্পতিবার, ২৮ মার্চ হাজির হতে বলা হয়েছে। মহুয়া ছাড়াও ওই দিন তলব করা হয়েছে ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে। সন্দেহভাজন FEMA লঙ্ঘনের জন্য দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, কুরুক্ষেত্র এবং কলকাতা-সহ একাধিক স্থানে ব্যাপক তল্লাশি চালিয়েছে ইডি। তারপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থাটি বলেছে যে Capricornian Shipping & Logistics Pvt Ltd-এর ডিরেক্টর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির বিষয়েই এই তদন্তটি জড়িত। ইডি-র মতে,তদন্তে জানা গিয়েছে যে এই সংস্থাগুলি ভারতের বাইরে বড় আকারে বৈদেশিক মুদ্রা পাঠানোর সঙ্গে জড়িত ছিল।