তৃণমূল কংগ্রেসের তরফে আগে থেকেই ঠিক করা ছিল, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মাইক বন্ধ করার অভিযোগে বিধানসভায় সরব হবে তারা। নিন্দা প্রস্তাব আনবে। আর তা আনতেই উত্তাল হয়ে উঠল বিধানসভা। তৃণমূলের নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়করা। তাঁরা ওয়াক আউট করেন। অধিবেশন শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিজেপি ও তৃণমূল বিধায়করা একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।