মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র নিশানায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হাওড়ার জলনিকাশি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন ফিরহাদ হাকিম। সেখানে ইউডিএম-এর চেয়ারম্যানকে বলব হাওড়ার জলনিকাশির অবস্থা কী? কবে তো টাকা দেওয়া হয়েছে। এরপরই সরাসরি ফিরহাদকে প্রশ্ন করেন মমতা। বলেন, “ববি আজও কেন পুরনো ড্রেনেজ? কী পর্যায়ে আছে আমি তো জানি না।” নবান্নে বিভিন্ন দফতরকে নিয়ে সোমবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে তোপের মুখে পড়তে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইউডিএম-এর চেয়ারম্যানকে বলব হাওড়ার জলনিকাশির অবস্থা কী? কবে তো টাকা দেওয়া হয়েছে। এরপরই সরাসরি ফিরহাদকে প্রশ্ন করেন মমতা।