যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে কড়া চিঠি দিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। চিঠিতে যাদবপুরের প্রথমবর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় রেজিস্ট্রারের কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম ভাঙার জন্য কৈফিয়ত তলব করা হয়েছে। চিঠিতে কমিশন লিখেছে, 9 অগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তিন তলা থেকে পড়ে ছাত্রমৃত্যুর ঘটনায় RAGGING-এর অভিযোগ তুলেছে মৃত ছাত্রের পরিবার। ওই ছাত্রের মাথার চুল অদ্ভুত ভাবে কাটা হয়েছে। বিষয়টি কমিশনের নজরে এসেছে। এছাড়া ওই ছাত্রকে ইন্ট্রো সেশন দেওয়ার নামে তাঁর শারীরিক বর্ণনা দিতে বলা হয়েছে সিনিয়রদের সামনে। এছাড়া বিভিন্ন রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে যৌন নির্যাতনের শিকার হয়েছিল ওই ছাত্র।