কলকাতায় এবার দ্বিতীয় চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি এবার থেকে নিউটাউনে খুলে গেল চিড়িয়াখানা। নতুন চিড়িয়াখানায় নতুন জীবজন্তু দেখার সুযোগ মিলবে নিউটাউনে।
2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে উদ্বোধন করেছিলেন হরিণালয়। যেখানে এতদিন শুধু হরিণ দেখা যেত। বৃহস্পতিবার দুপুরে এটাই বদলে গেল চিড়িয়াখানায়। এবার আর শুধু হরিণ নয় জিরাফ, জেব্রা, ম্যাকাও, কালো রাজহাঁস, নানান রঙিন পাখি, সবই দেখা যাবে এখানে। খুব শীঘ্রই নিয়ে আসা হবে বাঘ। বৃহস্পতিবার দুপুরে এই চিড়িয়াখানার ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিনালয়ে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বন দপ্তরের আধিকারিকরা। দ্বিতীয় এই চিড়িয়াখানাটি তৈরি করতে খরচ হয়েছে 19 কোটি 50 লক্ষ টাকা। এদিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, "এই চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতে বাঘ , সিংহ, শিম্পাঞ্জি সহ বিভিন্ন প্রজাতির বানর আনা হবে। আপাতত ঠিক হয়েছে আলিপুর চিড়িয়াখানার প্রবেশ মূল্যর সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে টিকিটের প্রবেশ মূল্য ধার্য করা হবে।
আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি এখন থেকে কলকাতায় আরও একটি চিড়িয়াখানা চালু হয়ে যাওয়ায় এবার কচিকাঁচাদের সঙ্গে নিয়ে অনেকেরই গন্তব্য হতে চলেছে নিউটাউনের এই চিড়িয়াখানা।