ডিভিসি জল ছাড়লেই বারবার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সামনে নিয়ে আসেন 'ম্যান মেড' বন্যার তত্ত্ব। রাজ্যের যুক্তি থাকে রাজ্যকে না জানিয়ে সম্পূর্ণ অন্ধকারে রেখেই জল ছেড়ে দেয় ডিভিসি। যদিও ডিভিসি প্রমাণ দেখিয়ে প্রতিবারই সেই অভিযোগ অস্বীকার করে। এবারও ডিভিসি জল ছেড়েছে। আর তারপর থেকেই রাজ্যের তরফে একই অভিযোগ তোলা হয়েছে। এবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজ্যের দুই জায়গার বন্যার ছবি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের সেচ দপ্তর। শুভেন্দুর অভিযোগ, (রাজ্যের সেচদপ্তর নদীবাঁধগুলি বাঁধানোর কাজ ঠিকমতো করেনি। রাজ্যের হাতে এই নদীবাঁধ বাঁধানোর মতো অর্থ নেই) বলেও দাবি করেছেন শুভেন্দু।