বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে বিশ্বজুড়ে প্রার্থনা ও কীর্তন আয়োজন করেছে ইসকন। বাংলাদেশে ইসকনের একাধিক শাখায় ভাঙচুর করা হয়েছে। দেড়শোটির বেশি দেশে সাড়ে আটশোরও বেশি কেন্দ্র আছে ইসকনের। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সমস্ত কেন্দ্রে প্রার্থনা ও কীর্তনের আয়োজন করা হয়েছে।