সারদার টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী, শুক্রবার ফের এমনই বিস্ফোরক দাবি তুললেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। এর পরেই তৃণমূল কংগ্রেসের তরফে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তোলা হয়। এদিন তৃণমূলের তরফে একটি সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ জানান, এর আগেও সুদীপ্ত সেন চিঠি দিয়েছিলেন। তার সার্টিফায়েড কপি তোলা হয়েছিল। সেখানে পরিষ্কার লেখা ছিল কার মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল, এবং কত টাকা দিয়েছিলেন। ব্ল্যাকমেইল করা হয়েছিল সুদীপ্ত সেনকে। শুভেন্দুর মত লোকেরা বিজেপির কোলে বসে দোল খায়। এখন তিনি বিজেপিতে আছেন তাই সিবিআই তাকে দেখতে পাচ্ছে না। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের জন্য।