রানী রাসমনির অ্যাভিনিউতে পর্যাপ্ত পুলিশ ফোর্স দ্রোহের কার্নিভালের আগে। দুর্গাপুজো কার্নিভালের জন্য মঙ্গলবার সেজে উঠেছে রেড রোড। একই দিনে 'দ্রোহের কার্নিভাল'-এর ডাক দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। পুজো কার্নিভালে 'দ্রোহের কার্নিভাল' শান্তিভঙ্গ করতে পারে, এই কারণ দর্শিয়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এদিন রানি রাসমণি রোড, ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটরাম রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, জওহরলাল নেহরু রোড, কুইনস্ ওয়ে, স্ট্র্যান্ড রোডে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউতে যান জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার। সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। একাধিক আইপিএস পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন। রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিক। ড্রোনের সাহায্যে চলছে পুলিশের নজরদারি। রানী রাসমণি অ্যাভিনিউর মোড়ে ব্যারিকেড করা হয়েছে চেন, তালা দিয়ে। এছাড়াও একাধিক জায়গায় করা হয়েছে ব্যারিকেট।