অবশেষে কলকাতা হাই কোর্টে স্বতস্ফূর্ত মামলায় শেখ শাহজাহানের আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাজির হন। নিন্ম আদালতে শেখ শাহজাহান যেসব জামিনের আবেদন জানিছিলেন সেই মামলার যাতে দ্রুত শুনানি হয় সেই ব্যাপারে আর্জি জানিয়েছিলেন। তবে প্রধান বিচারপতি স্পষ্টত জানিয়ে দেন যে ঐ ব্যাক্তির প্রতি আমাদের কোনো সিমপ্যাথি নেই। যা শোনার সোমবার শোনা হবে। আগামী 10 বছর ফাইল পত্র নিয়ে শাহজাহানের আইনজীবীকে রেডি থাকতে বলেন।