SSC নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। প্রায় সাড়ে চারঘন্টা জেরার মুখোমুখি হন তিনি। নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরকার নিযুক্ত পরামর্শদাতা কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই কমিটিকে নিয়োগ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। SSC নিয়োগ দুর্নীতিতে অভিযোগের আঙুল ওঠে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। আদালতের নির্দেশে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেন। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁকে ফাইল পাঠিয়েছিলেন শিক্ষাসচিব মণীশ জৈন। এরপরই মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে CBI।