মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ তাঁকে এ যাবৎ দেওয়া সমস্ত বেতনও ফেরত দিতে হবে। দু'টি কিস্তিতে ওই টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে। অঙ্কিতার বিরুদ্ধে অভিযোগ, মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও স্কুলে চাকরি করছিলেন। ২০১৮ সাল থেকে স্কুলে শিক্ষকতা করছেন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী।