সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে 2 লক্ষ 36 হাজার 464 টি। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের শাসকদল দাবি করতেই পারে বিরোধীরা যথেষ্ট পরিমাণে মনোননয়ন জমা করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে। সে তুলনায় শাসকদলের মনোনয়নের সংখ্যা কম। যদিও বিরোধীদের যদি আলাদা করে পরিসংখ্যান দেখা যায়, তাহলে কিন্তু TMC তালিকায় শীর্ষে রয়েছে। 85 হাজার 817 টি মনোনয়ন জমা পড়েছে শুধু TMC-র। বিরোধীদের মধ্যে শীর্ষে রয়েছে BJP, মনোনয়ন জমা পড়েছে 56 হাজার 321টি। CPIM এর মনোনয়ন জমা পড়েছে 48,646। তালিকায় একদম নীচে রয়েছে জাতীয় কংগ্রেস। মনোনয়ন জমা পড়েছে 17 হাজার 750টি। নির্দল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন 16 হাজার 293টি।