জামিন পাওয়ার জন্য নাকি যে কোনও শর্ত মানতে রাজি বীরভূমের কেষ্ট মণ্ডল। আর তাই বিচারকের কাছে ফের আর্জি জানালেন। তবে চিঁড়ে ভিজল না। তার আর্জি শুনেও শুনল না বিশেষ আদালত। ভাবুন কী অবস্থা। শুক্রবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়ালি অনুব্রত মণ্ডলের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। কোর্টের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার হতেই অনুব্রতর আইনজীবী বিচারপতিতে বলেন যে- 2022 সালের 11 অগস্ট থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে পাঁচটি চার্জশিট জমা পড়েছে। 323 দিন হয়ে গেল। জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। জামিন পাওয়ার জন্য নাকি যে কোনও শর্ত মানতে রাজি। তবে এই কথা শুনে অপর দিকের সিবিআইয়ের আইনজীবী বলেন- অনুব্রত মণ্ডল খুবই প্রভাবশালী এক ব্যক্তি। উনি যদি জামিত পান তাহলে জেল থেকে বেড়িয়ে স্বাক্ষীদের প্রভাবিত করতে পারেন।