আজও বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁশদ্রোনীর সুপার মার্কেটের বিভিন্ন দোকানে পরিদর্শন করেন টাস্ক ফোর্সের মেম্বাররা। সঙ্গে ছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং নাকতলা থানার পুলিশ। আলুর বাজারের সঙ্গে সঙ্গে সবজি বাজার এবং মাছ মাংসের বাজারেও অভিযান চালান টাস্ক ফোর্সের মেম্বার এবং ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বাঁশদ্রোনীর সুপার মার্কেটে ৩০ থেকে ৩২ টাকা কিলো দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে আলুর দাম স্বাভাবিক ফিরে আসায় আলুর খুচরো দর অনেকটাই কমেছে।