দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ সহ বিস্তৃর্ণ এলাকা জুড়ে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আর সেখানে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সমুদ্রপৃষ্ট থেকে 5.8 কিলোমিটার ওপরে অবস্থান করছে। আর অন্যদিকে 19 জুলাই, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বিস্তৃর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বিস্তৃর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে 19 শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।