মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এটি ক্রমশ ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু তিন দিনে এটি আরো সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছবে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 19শে জুলাই, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।