ফের নতুন করে জোড়া নিম্নচাপ। হাওয়া অফিস জানাচ্ছে, অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী 24 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। নতুন করে এই নিম্নচাপ তৈরি হবে পশ্চিমমধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এরপর এই নিম্নচাপের অভিমুখ কোন দিকে হয় সেদিকেই নজর আবহাওয়াবিদদের। একই সঙ্গে আবার রাজস্থান, আসাম, হরিয়ানা আন্দামান এবং পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই গোটা বিষয়ের জেরে বৃষ্টিতে ভাসতে পারে বাংলা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর