বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া ছিল। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানের কোথাও কোথাও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দীপাবলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কোথাও কোথাও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার মালদহ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বেশিরভাগ জায়গাই শুষ্ক হাওয়া থাকবে বলে জানানো হয়েছিল। দীাপাবলির দিন অর্থাৎ বৃহস্পতিবার উপরের পাঁচটা জেলায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, সোমবার, সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের মুখ দেখা গিয়েছিল। ঘূর্ণিঝড় ডানার দাপট কাটিয়ে পরিষ্কার আকাশের দেখা পাওয়া গিয়েছে। ঘূর্ণিঝড় ডানা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর ডানার আর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ।