সবে কালীপুজো মিটেছে। সকাল হলেই শীতের আমেজ। ঠান্ডা অনুভূতি। তাহলে কী শীত আসছে? এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর এইবিষয়ে সুষ্পষ্টভাবে কিছুই জানান দেয়নি। তবে হাওয়া অফিস জানাচ্ছে যে এই ঠান্ডা লাগার প্রধান কারণ উত্তর-পশ্চিম দিকে থেকে হাওয়া আসা শুরু করে দিয়েছে। মানে শীত পড়ার জন্য যে হাওয়া আসা প্রয়োজন তা রাজ্যে ঢুকছে। তাই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আশা করা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে যাবে। আর অন্যান্য বছরের তুলনায় এইবছর শীত বেশি পড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কাজেই শীত যে পড়তে চলেছে এটা পরিস্কার। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।