কালীপুজো কাটিয়ে ভাইফোঁটাও চলে গেল। কিন্তু নভেম্বরের শুরুতেও সেভাবে শীতের দেখা নেই শহর কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার, ৪ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে প্রধানত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে জেলা জুড়ে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালতকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এই মুহূর্তে কোনো রকম ওয়েদার সিস্টেম নেই যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা কম। এই সময় শুধুমাত্র উত্তর-পশ্চিম ও উত্তর পূর্ব দিক থেকে হওয়া ঢুকছে আমাদের রাজ্যে। বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হচ্ছে এই সিস্টেম নিয়ে পশ্চিমবঙ্গের কোন চিন্তার কারণ নেই । এই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গে কোনরকম বৃষ্টিপাতের সম্ভব নেই।