আবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। তবে পরবর্তীকালে সেই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। আগামী 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হবে। 3 ও 4 তারিখ এই ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে বলে জানিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর। 5 তারিখের পর থেকে আবার দিনের তাপমাত্রা বাড়বে। তবে কলকাতাতে 40 ডিগ্রি তাপমাত্রা উঠবে না। 6 মে দক্ষিণ -মধ্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। 8 তারিখ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। রাজ্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে। শুধুমাত্র উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 5 মে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, মানে তাপমাত্রা বাড়বে। তবে এখনই একধাক্কায় 40 ডিগ্রিতে পৌঁছবে না তাপমাত্রা।