উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে উপকূলের জেলাগুলিতে হালকা ঝড়ো হাওয়া বইবে। বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে শনিবারের পর থেকে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম দুই দিন, খুব একটা বদল নেই। আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল ও আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তা খুব বেশি সময়ের জন্যও নয়। গত কয়েকদিনের মতোই 5 থেকে 7 মিনিট ধরে এই বৃষ্টি হবে।