শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শহর কলকাতায় মুশল ধারে বৃষ্টি। সারাটা দিন ধরেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু সামনেই যে পুজো। কেনাকাটা এখনও প্রায় হয়নি বললেই চলে। যদি আজ প্ল্যান করে থাকেন যে বাইরে বেরিয়ে কেনা কাটা করবেন তাহলে কখন বেরলে সুবিধা বা বৃষ্টি হবে না, সেটা জেনে নিয়ে বেরলে আপনারই সুবিধা।