শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। মূলত মেঘলা আকাশ থাকবে অধিকাংশ জেলাতে। আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় উত্তরবঙ্গে। বিহার থেকে বালুরঘাট হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। ক্রমশ এই অক্ষরেখা মালদা হয়ে দক্ষিণবঙ্গের দিকে নামবে। সেই কারণেই উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের মতো প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম নেই দক্ষিণবঙ্গে।