রাস্তায় বেরলে মনে হচ্ছে গায়ে ছ্যাঁকা লাগছে। এত্তো গরম। বৃষ্টি নিয়ে দক্ষিণবঙ্গে ভাগ্য খুব একটা ভালো না। অনন্ত এমনটাই বলছেন আবহাওয়াবিদদরা। কারণ তড়তড় করে তাপমাত্রা বেড়েই চলেছে। আর সঙ্গে আর্দ্রতা তো আছেই আপনার অস্বস্তিকে আরও বাড়ানোর জন্য। ভোটের উত্তাপ আর সঙ্গে বৃষ্টিহীন আবহাওয়া আগামী কয়েকটা দিন থাকবে। এর মাঝেই যদিও কলকাতা নিয়ে হালকা ভালো খবর দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় নাকি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আপাতত যাঁরা কলকাতায় থাকেন, তাঁরা অপেক্ষা করছেন সেই বৃষ্টির। কিন্তু তার জন্য যে তাপমাত্রায় বিশাল একটা পরিবর্তন হবে, সেই আশাটা ভুলেও করবেন না। অন্যদিকে একবার উত্তরবঙ্গের কথাটা ভাবুন। কী প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেখানে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী পাঁচদিন ধরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড় বৃষ্টির দাপট থাকবে।