আগামী শনিবার অর্থাৎ পঞ্চায়েত ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গেও অন্যান্য জেলাতেও তাপমাত্রা খুব একটা বাড়বে না, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65 থেকে 98 শতাংশ। 11 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার সহ ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।