আকাশে আংশিক মেঘ, কখনও ঝিরঝিরে বৃষ্টি, কখনও রোদ। ফলে ভরা বর্ষাতেও দরদরিয়ে ঘামছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষজন। এই পরিস্থিতি থেকে নিস্তার কবে? দক্ষিণবঙ্গে মিটবে কি বৃষ্টির ঘাটতি? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দুই জায়গাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি থাকবে না। হালকা বা মাঝারি ধরনেরই থাকবে। আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রারও খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তনও থাকবে না। পশ্চিমবঙ্গের কোনও জায়গাতেই এই মুহূর্তের ভারী বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, বলে পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দু এক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। তবে অন্যদিকে, বঙ্গোপসাগরের ঘুর্ণাবর্ত আরও শক্তিশালী হচ্ছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে। এই ঘুর্ণাবর্ত আগামী 24 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। তবে সিস্টেমটি অনেকটা দক্ষিণে থাকায় বাংলায় এর প্রভাব সেভাবে পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।