পেট্রোল-ডিজেলের পাশাপাশি বর্তমান বাংলার বাজারে অগ্নিমূল্য প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিস। যার মধ্যে রয়েছে শাক-সবজি, ফল, মাছ-মাংস ইত্যাদি। তাই এদিন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে কলকাতার বিধাননগর এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালায় রাজ্যের এনফোর্সমেন্ট শাখা। এদিন বিভিন্ন বাজার ঘুরে ঘুরে তারা কোন জিনিসের অবৈধ মূল্যবৃদ্ধি হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি বিক্রেতাদের থেকে ক্রয় ও বিক্রয় মূল্যের পার্থক্য সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে নির্দেশ দেন বিক্রেতাদের।