বাংলার দরজায় দুর্যোগ কড়া নেড়েই চলেছে। ফের নিন্মচাপ চোখ রাঙাচ্ছে। আর এই নিন্মচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা ক্রমশ ছত্রিশগড় ও মধ্যপ্রদেশের দিকে অভিমুখ করে এগোচ্ছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, শাহজাহানপুর, লখনৌ, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ এর ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এইসবের প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। নিম্নচাপের ফলে যাওয়া জলীয়বাষ্প আর্দ্রতা জনিত অস্বস্তির কারণ হবে।