উত্তরের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় নাজেহাল রাজ্যবাসী। শেষ বেলায় পিচে বেশ ভালোই ব্যাট করছে শীত। তবে তার মধ্যেই চিন্তার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের আকাশে ফের নিন্মচাপ। বৃষ্টিতে তোলপার হবে দক্ষিণবঙ্গ। 29 তারিখ অর্থাৎ সোমবার থেকেই এই দুর্যোগ শুরু হবে। চলবে 1 তারিখ পর্যন্ত। বঙ্গোপসাগরে একটা নিন্মচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। ঝাড়খন্ডের দিকে কিছু ওয়েদার ডিসকন্টিনিউটি হবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় এই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 31 জানুয়ারি, কলকাতা, দুই 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সামনের সপ্তাহেই দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 29, 30, 31 জানুয়ারি বৃষ্টি হতে পারে উত্তরের সমতলের জেলা গুলিতে। বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।