রাখী বন্ধন উত্সব পালিত হলরাজভবনেও। তবে এবারের রাখী বন্ধন উত্সব হল একটু অন্য রকম ভাবে। এবারে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রাখী পরালেন মহিলা ডাক্তাররা। প্রসঙ্গত, আরজি কর কাণ্ড নিয়ে আজই কেন্দ্রীয় স্বাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন বাংলার রাজ্যপাল