Advertisement

লাইফস্টাইল

Best Fruits For Kidney: কিডনির মোক্ষম ওষুধ এই ৫ ফল, খেলে কাছে ঘেঁষে না বহু রোগ

Aajtak Bangla
Aajtak Bangla
  • 27 Oct 2025,
  • Updated 3:06 PM IST
  • 1/9

শরীরের একাধিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি। এটি মূত্র তৈরি করে। পাশাপাশি ব্লাড প্রেশার করে নিয়ন্ত্রণ।

  • 2/9

তবে মাথায় রাখতে হবে, আমাদের কিছু বদভ্যাসে কিডনির বেজে যাচ্ছে বারোটা। এই অঙ্গকে ঘিরে ধরছে ক্রনিক অসুখ।

  • 3/9

তাই কিডনিকে নিয়ে সাবধান হতে হবে। ডায়েটে করতে হবে বদল। এক্ষেত্রে ফাস্ট ফুড, প্রসেসড ফুড খাওয়া যাবে না। এমনকী এড়িয়ে চলুন মিষ্টি।

  • 4/9

তার বদলে ডায়েটে রাখতে পারেন কিছু উপকারী ফল। এই সব ফল খেলে অনায়াসে কিডনির হাল ফেরাতে পারবেন।

  • 5/9

যে কোনও ধরনের লেবু হল শরীরের জন্য উপকারী। এমনকী কিডনির জন্যও দারুণ লেবু। তাই নিয়মিত লেবু খেতে হবে।

  • 6/9

আপেলে উপস্থিত একাধিক অ্যান্টিইনফ্লামেরি উপাদান কিডনির হাল ফেরাতে পারে। তাই এই ফল খেলে উপকার মিলবে হাতেনাতে।

  • 7/9

বেরিজ হল কিডনির জন্য দারুণ ফল। এটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। যার ফলে এটি খেলে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারবেন। সেই কারণে সুস্থ থাকবে কিডনি।

  • 8/9

পেয়ারা খুবই উপকারী একটি ফল। এতে রয়েছে ভিটামিন সি। পাশাপাশি এতে অ্যান্টিঅক্সিডেন্টের খোঁজও পাবেন। যেই কারণে পেয়ারাকে কিডনির জন্য অন্যতম সেরা ফল হিসাবে মনে করা হয়।

  • 9/9

আঙুর হল ভিটামিন সি-এর ভাণ্ডার। শুধু তাই নয়, এতে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই আঙুরকে অবশ্যই রেখে দিন ডায়েটে। সুস্থ থাকবে কিডনি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement