Advertisement

লাইফস্টাইল

Excessive Tea Side Effects: শীত পড়তেই বেশি খাচ্ছেন চা? এই ৫ সমস্যা হবে নিশ্চিত

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2025,
  • Updated 2:40 PM IST
  • 1/9

শীত পড়েছে। যার ফলে অনেকেই নিয়মিত খাচ্ছেন চা। এমনকী কিছু কিছু মানুষ তো দিনে ৮-১০ বার পর্যন্ত চা খান।

  • 2/9

আর কিছু মানুষের এত চা প্রেমই সমস্যা বাড়ায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে একাধিক জটিল অসুখ পিছু নিতে পারে। তাই সাবধান হতে হবে।

  • 3/9

তাই বিশেষজ্ঞরা দিনে ২ থেকে ৪ কাপের বেশি চা খেতে বারণ করেন। এর থেকে বেশি চা খেলেই শরীরের হাল বিগড়ে যেতে পারে।

  • 4/9

তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব অত্যধিক চা খাওয়ার ক্ষতির দিকটা জেনে নিন। তাহলেই শুধরে যেতে পারবেন। পাশাপাশি সুস্থ থাকতে পারবেন।

  • 5/9

বেশি পরিমাণে চা খেলে সবার প্রথমে বাড়বে অনিদ্রার সমস্যা। কারণ, চা হল একটি উত্তেজক পানীয়। তাই নিয়মিত চা খেলে আদতে ঘুম উড়ে যেতে পারে।

  • 6/9

চা বেশি খেলে আপনার পেটের হাল বিগড়ে যেতে পারে। গ্যাস, অ্যাসিডিটি নিতে পারে পিছু। আপনি সমস্যায় পড়তে পারেন।

  • 7/9

এছাড়া নিয়মিত চা খেলে স্ট্রেস বাড়তে। মাথায় চেপে বসতে পারে উৎকণ্ঠার মতো সমস্যা। তাই চা খান মেপে।

  • 8/9

চা বেশি খেলে আবার আয়রন গ্রহণে সমস্যা হতে পারে। যার ফলে পিছু নিতে পারে অ্যানিমিয়া। আর সেটা নিশ্চয়ই চাইছেন না।

  • 9/9

এছাড়া চায়ের মধ্যে প্রাকৃতিক অ্যাসিড থাকে। সেই সব অ্যাসিড কিন্তু আবার এনামেলের করতে পারে ক্ষতি। তাই শীত পড়েছে বলে বেশি চা খাবেন না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement