Advertisement

লাইফস্টাইল

Relationship Tips: কেন বয়ফ্রেন্ডের উপর বিশ্বাস হারান মহিলারা? না জানলে সম্পর্ক হবে শেষ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2025,
  • Updated 4:06 PM IST
  • 1/9

সম্পর্কে থাকতে গেলে সবদিক ব্যালেন্স করে চলতে হবে। বিশেষত, সঙ্গী ভাল রয়েছেন কি না, তার মনে কিছু চলছে কি না, সেই দিকে খেয়াল রাখা জরুরি। নইলে বিপদ বাড়তে পারে।

  • 2/9

এই জায়গাতেই ভুল করেন কিছু পুরুষ। তারা মহিলাদের মনের কথা বুঝতে পারেন না। বরং নিজেরা কিছু ভুল করেন। যার ফল ভুগতে হয়।

  • 3/9

এমন পরিস্থিতিতে মহিলারা নিজের প্রেমিকার উপর সন্দেহ করতে শুরু করে দেন। তাদের বিশ্বাস করেন না মহিলারা। ফলে সম্পর্ক ব্রেকআপের দোরগোড়ায় পৌঁছে যায়।

  • 4/9

তাই আর সময় নষ্ট না করে সেই সব ভুলগুলি সম্পর্কে জেনে নিন। তারপর শুধরে যান। নইলে আপনার প্রেমিকাও বিশ্বাস করবেন না।

  • 5/9

অনেকেই কথায় কথায় নিজের প্রেমিকাকে মিথ্যে বলেন। ফলে ধীরে ধীরে হারিয়ে যায় বিশ্বাসযোগ্যতা। তখন কিছুই বাকি থাকে না সম্পর্কে। তাই এই ভুল আর নয়।

  • 6/9

প্রেমিকার ফোন না ধরলে বা মেসেজ না দেখলেও বিপদ হতে পারে। তিনি ভাবতে পারেন আপনি অন্য কিছু খেলা খেলছেন। তাই এই ভুলটা করবেন না।

  • 7/9

বারবার প্রেমিকাকে অসম্মান করবেন না। এই ভুলটা করলেও কিন্তু সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। তিনি আপনাকে অবিশ্বাস করতে পারেন। তাই এই ভুল নয়।

  • 8/9

নিজের বান্ধবীদের সঙ্গে বেশি সময় কাটালে প্রেমিকার মনে সন্দেহ জন্মাতে বাধ্য। তখন তিনি আপনাকে বিশ্বাস করতে ভুলে যাবেন। তার মন হয়ে উঠবে সন্দিগ্ধ।

  • 9/9

প্রেমিকার কথার গুরুত্ব না দিলেও হতে পারে সমস্যা। তিনি ভাবতে পারেন, আপনি অন্য কিছু করছেন। এমন পরিস্থিতিতে তিনি আপনার উপর ভরসা হারিয়ে ফেলবেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement