Advertisement

লাইফস্টাইল

Weight Loss Vegetables: ৫ কেজি ওজন কমবে ১ মাসে, ডায়েটে রাখুন এই সব শীতের সবজি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 19 Jan 2026,
  • Updated 12:58 PM IST
  • 1/9

অনেকেই ঝটপট কমিয়ে ফেলতে চান ওজন। কারণ, তাঁরা জানেন যে ওজন বেশি থাকাটা কোনও কাজের কথা নয়। এর জন্য একাধিক সমস্যা নিতে পারে পিছু। 

  • 2/9

তাই ওজন কমিয়ে ফেলতে হবে অল্প কিছু দিনেই। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে হাতের কাছে থাকা কিছু শীতের সবজিই। এই সব সবজি নিয়মিত খেলেই ১ মাসে ৫ কেজি ওজন কমে যাবে।

  • 3/9

সবার প্রথমে খাওয়া শুরু করে দিন ব্রকোলি। এই সবজি নিয়মিত খেলেই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন। পাশাপাশি এতে উপস্থিত ফাইবারের গুণে খিদে পাবে কম। যার ফলে ওজন হ্রাস পাবে। 
 

  • 4/9

বাঁধাকপিও রোজ খাওয়া জরুরি। এতেও ভাল পরিমাণে ফাইবার উপস্থিত। তাই আপনি যদি নিয়মিত বাঁধাকপি নিয়মিত খান, তাহলেও স্বাস্থ্যের হাল ফিরবে। পাশাপাশি কমে যাবে ওজন। 

  • 5/9

এছাড়া রোজের ডায়েটে রাখতে হবে ফুলকপি। এটিতে ভরপুর পরিমাণে ফাইবার রয়েছে। যেই কারণে ফুলকপি খেলেই উপকার মিলবে হাতেনাতে। শরীর ও স্বাস্থ্যের হাল হাল ফিরে যাবে। 

  • 6/9

গাজর খেতে ভুলবেন না। এটাতে রয়েছে ভিটামিন সি। পাশাপাশি এই সবজিতে মজুত রয়েছে ফাইবার যা কি না ওজন কমাতে সাহায্য করবে। তাই নিয়মিত এই সবজি খাওয়া মাস্ট। 
 

  • 7/9

কড়াইশুঁটি খেতে হবে। এটিতে প্রোটিন রয়েছে ভরপুর। তাই নিয়মিত কড়াইশুঁটি খেলে শরীর ও স্বাস্থ্যের হাল ফিরবে। এমনকী কমে যাবে ওজনও। 
 

  • 8/9

এছাড়া খাওয়া ছাড়ুন ফাস্টফুড। এমনকী চলবে না প্রসেসড খাবার। বাড়িতেও ভাজা খাবার এড়িয়ে যান। ব্যাস, এই কয়েকটি নিয়ম মেনে চললেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন। 
 

  • 9/9

পাশাপাশি প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করুন। এই নিয়মটা মেনে চললেই উপকার মিলবে হাতেনাতে। সেই সঙ্গে ওজনও ঝরে যাবে দ্রুত। তাই রোজ এক্সারসাইজ শুরু করে দিন। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement