Advertisement

Dark Circles Remedies: চোখের চারপাশে বিশ্রি ডার্ক সার্কেল? এসব ঘরোয়া উপায়ে গায়েব হবে নিমেষে

Dark Circles: যদি আপনার চোখের নিচে কালো দাগ অর্থাৎ ডার্ক সার্কেল থাকে, তাহলে সেগুলো এড়িয়ে না গিয়ে কমানোর চেষ্টা করুন। এই ডার্ক সার্কেল আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলে। মহিলা- পুরুষ নির্বিশেষে, যে কোনও মানুষের ডার্ক সার্কেল হতে পারে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Aug 2024,
  • अपडेटेड 4:49 PM IST

কথায় বলে কোনও ব্যক্তির চোখ হাজার কথা বলে। চোখ, মুখের সৌন্দর্য বাড়ায়। কিন্তু যদি আপনার চোখের নিচে কালো দাগ অর্থাৎ ডার্ক সার্কেল থাকে, তাহলে সেগুলো এড়িয়ে না গিয়ে কমানোর চেষ্টা করুন। এই ডার্ক সার্কেল আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলে। মহিলা- পুরুষ নির্বিশেষে, যে কোনও মানুষের ডার্ক সার্কেল হতে পারে। এতে মুখের সৌন্দর্য নষ্ট হয়।  

ডার্ক সার্কেলের কারণ

ডার্ক সার্কেলের অনেক কারণ থাকতে পারে। অনেক সময় অতিরিক্ত মানসিক চাপের কারণে ডার্ক সার্কেল দেখা দেয়। এছাড়া খারাপ জীবনযাত্রা, কম ঘুম, জলশূন্যতা, বয়স বৃদ্ধি ইত্যাদি কারণেও চোখের নিচে কালো দাগ দেখা দেয়।

ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া প্রতিকার 

আলু 

কাচা আলু দিয়ে সহজেই কালো দাগ দূর করা যায়। এজন্য প্রথমে কাঁচা আলুর রস বের করে নিন। এই আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে নিন। তারপর তুলোর সাহায্যে চোখের নিচে লাগালে, ডার্ক সার্কেল দূর হবে।

টি ব্যাগ

টি ব্যাগও ডার্ক সার্কেল দ্রুত দূর করে। এজন্যে টি ব্যাগ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপরে, ফ্রিজে ঠাণ্ডা করুন। কিছুক্ষণ পরে, এটি বের করে চোখের উপর রাখুন এবং শুয়ে পড়ুন। এতে চোখ ঠাণ্ডা হবে এবং কালো দাগ দূর হবে।

শসা 

ডার্ক সার্কেল দূর করার জন্য শসা একটি ভাল প্রতিকার। শসা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এরপর এক টুকরো কেটে চোখের ওপর রাখুন। ১০- ১৫ মিনিট বিশ্রামের পরে, শসার টুকরোগুলি সরিয়ে ফেলুন। এই কাজ করলে, আপনি খুব তাড়াতাড়ি ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে পারেন।

বাদাম তেল 

Advertisement

বাদাম তেল ভিটামিন ই-র একটি ভাল উৎস। রাতে ঘুমানোর আগে চোখের নিচে কয়েক ফোঁটা বাদাম তেল ম্যাসাজ করুন। ধীরে ধীরে ডার্ক সার্কেল কমে যাবে।

কীভাবে কমবে ডার্ক সার্কেল? 

* রোজ রাতে ৭-৮ ঘণ্টা ভাল ঘুম জরুরি।

* নিজেকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত জল পান করুন।

* রোদে বের হওয়ার আগে মুখে সানস্ক্রিন লাগান।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement