Advertisement

লাইফস্টাইল

যে বছর পর্ন ফিল্ম দেখায় প্রথম স্থানে ভারতীয় মেয়েরা: সমীক্ষা

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Oct 2021,
  • Updated 2:26 PM IST
  • 1/10

বিশ্বে বিভিন্ন প্রান্তে মহিলাদের টেক্কা দিয়ে শীর্ষে ভারতীয় মহিলারা। না খেলায় কিংবা অন্য কিছুতে নয়। নীল ছবি দেখায়। ২০১৭ সালে একটি বিখ্যাত নীল ছবির ওয়েবসাইট এই বিষয়ে তালিকা পেশ করে। সেখানে দেখা যায় ভারতীয় মহিলারা সেই তালিকায় শীর্ষে রয়েছে। (সব ছবি প্রতীকী)

  • 2/10

সেই সমীক্ষা অনুযায়ী, নীল ছবি দেখার ক্ষেত্রে ভারতের স্থান গোটা বিশ্বে চতুর্থ। তবে পুরুষদের ছাপিয়ে ভারতীয় মহিলাদের স্থান একেবারে প্রথমে। 

  • 3/10

সেই সঙ্গে এই গবেষণায় আরও চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ওই নীল ছবির ওয়েবসাইটে নীল ছবি ছবির দেখেন মোট ২৬ শতাংশ মহিলা। 
 

  • 4/10

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত নীল ছবি দেখার ক্ষেত্রে ২ শতাংশ মহিলাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 

  • 5/10

ভারতে মোট ৩০ শতাংশ মহিলা নীল ছবি দেখেন। যা গোটা বিশ্বে প্রথম। 

  • 6/10

পুরুষ ও মহিলাদের মোট নীল ছবি দেখার ক্ষেত্রে তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ব্রিটেন। তৃতীয় স্থানে কানাডা ও চতুর্থ স্থানে ভারত। 
 

  • 7/10

কানাডা ও আমেরিকায় নীল ছবি দেখেন ২৫ শতাংশ মহিলা। ব্রিটেনে দেখেন ২৪ শতাংশ মহিলা।
 

  • 8/10

শুধুমাত্র  ২০১৬ সালেই গোটা বিশ্বে ৯২ বিলিয়ন মানুষ নীল ছবি দেখেছেন।
 

  • 9/10

সমীক্ষায় বলা হয়েছে, ভারতের যুবসমাজ খুব অল্প বয়সেই নীল ছবি দেখা শুরু করে। 
 

  • 10/10

গোটা বিশ্বের ৩১ শতাংশ নীল ছবির দর্শক ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। ভারতের ক্ষেত্রে সেটা ৪৮ শতাংশ। অর্থাৎ দেশের ৪৮ শতাংশ যুব সমাজ ১৮ থেকে ২৪ বছরের মধ্যে নীল ছবি দেখেন।
 

Advertisement
Advertisement